স্বপ্নভূমি ডেস্ক : যশোর সদর হাসপাতালে স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টাকালে শেফালী (৩০) নামে এক নারীকে আটক করেছে স্থানীয়রা। রবিবার (২৪ আগস্ট) সকাল ১১টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
আটক শেফালী হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ছাতেন গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, তিনি শনিবার রাতে ট্রেনে করে যশোরে আসেন। রোববার সকালে হাসপাতালের ভেতরে রোগী দেখতে এসে আরবপুর এলাকার নাসিমা (৪৪)-এর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।
নাসিমার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে শেফালীকে ধরে ফেলেন। পরে হাসপাতালের নিরাপত্তাকর্মীদের সহযোগিতায় তাকে পুলিশে সোপর্দ করা হয়।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোতয়ালি থানা পুলিশ।